কুলিয়ারচরে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

শেয়ার করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গর্তের ময়লা পানিতে পড়ে ফরহাদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে কুলিয়ারচর পৌরসভার বড়খারচর পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ (২) কুলিয়ারচর পৌরসভার বড়খারচর পূর্বপাড়া এলাকার মো. ফয়সাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২ নভেম্বর) সকালে ফরহাদ (২) এর মা রান্নার কাজে প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় পাশেই ছিল ফরহাদ। কিছুক্ষণ পর আর ফরহাদকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে গোসলের জন্য খনন করা গর্তের ময়লা পানিতে তাকে উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

Similar Posts