জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: জাতীয় পার্টি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক করতে হলে অবিলম্বে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্বিঘ্নে সভা-সমাবেশ ও নির্বাচনী প্রচারণার সুযোগ নিশ্চিত করতে হবে। এজন্য সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশান এভিনিউ এর হাওলাদার টাওয়ারের চতুর্থ তলার হলরুমে জাতীয় পার্টির সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান লিয়াকত হোসেন খোকা।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতার, মোঃ জসিম উদ্দিন ভুইয়া, আরিফুর রহমান খান, এডভোকেট জিয়া উল হক মৃধা, সরদার শাহজাহান, মোবারক হোসেন আজাদ, ফকরুল আহসান শাহজাদা এবং যুগ্ম মহাসচিব এস এম আল জুবায়ের।
সভাপতির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, “জাতীয় পার্টির প্রতিটি জেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত করতে হবে। একটি শক্তিশালী ও গতিশীল জাতীয় পার্টি গঠনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।”
