ইটনায় সরকারি চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা দেলোয়ার গ্রেফতার

শেয়ার করুন

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) রাতে ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান এই তথ্য জানান।

এর আগে বুধবার (৫ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দেলোয়ার হোসেন (৩২) ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং উপজেলার মৃগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শাজাহান মিয়া জানুর ছেলে।

ইটনা উপজেলা খাদ্য বিভাগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার মৃগা গ্রামের ওএমএস ডিলার শাজাহান মিয়া জানুর নামে ১০ হাজার ৮৩০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। তিনি গত ১৬ সেপ্টেম্বর সেইসব চাল ইটনা সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। উত্তোলনকৃত এইসব চাল ৩ শত ১৬ জন নির্বাচিত কার্ডধারীর মধ্যে বিক্রির কথা থাকলেও ডিলার শাজাহান মিয়া জানু কালোবাজারে বিক্রির চেষ্টাকালে গত ১৭ সেপ্টেম্বর উপজেলার বাদলা বাজার ও মৃগা পূর্বপাড়া এলাকা থেকে ১৫৮ বস্তা (৭ হাজার ৮৫১ কেজি) চাল জব্দ করে পুলিশ। এই সময় ট্রলারসহ তিনজনকে আটক করা হয়। এই ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল আকরাম বাদী হয়ে ওএমএস ডিলার শাজাহান মিয়া জানুসহ ৮ জনের নাম উল্লেখ করে ইটনায় থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি দেলোয়ার হোসেন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এই বিষয়ে ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, মামলার আট আসামির মধ্যে দেলোয়ার হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত