গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ সাতজন গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লা (৪৮)সহ সাত জন গ্রেফতার হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সহযোগীদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান ও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- এনামুল হক মোল্লা (৪৮) ও শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল, তোফাজ্জল। তাদেরকে বৃহস্পতিবার ভোরে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রেফতার হওয়া এনামুল হক মোল্লা সম্প্রতি মক্কা মিসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে নির্বাচনী এলাকায় পোস্টার টানিয়ে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মিছিল, মিটিং করে প্রচার চালায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালায়। তাকে গ্রেফতার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের গ্রেফতার করে যৌথবাহিনী।
এদিকে, গাজীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল।
