নমিনেশন নিয়ে এলাকায় এসে, পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি নেতা সেলিমুজ্জামান
নমিনেশন নিয়ে এলাকায় এসে, পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এবং রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মীর অভিনন্দন, বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নিজের নির্বাচনের প্রাথমিক কাজ শুরু করলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম দলীয় মনোনয়ন পাওয়ার পর ৫ নভেম্বর নিজ নির্বাচনী এলাকায় নেতা কর্মীদের নিয়ে সাধারণ জনগণকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে বিভিন্ন স্থানে পথসভা ও মটোর শোভাযাত্রায় নিজ এলাকায় পৌছান।
দুপুরে ঢাকা হতে রওনা দিয়ে বিকাল ৪ টায় মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্টান্ড হয়ে বাটিকামারী, বনগ্রাম, মহারাজপুর, মুকসুদপুর সদর বাজার, পুরাতন মুকসুদপুর, গেড়াখোলা তার নিজ বাড়ী কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামে পৌঁছান। কয়েকশো মোটরসাইকেল, বেশ কিছু প্রাইভেটকার ও মাইক্রো গাড়ীর বহর নিয়ে যাওয়ার সময় হাজার হাজার নেতাকর্মী ও উৎসবমুখর জনতা রাস্তার দু পাশে দাড়িয়ে আনন্দ উল্লাস করে এবং তাকে স্বাগতম জানান।
বিএনপির মনোনয়ন প্রাপ্ত জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ছাদ খোলা গাড়ীতে দাড়িয়ে সকল নেতাকর্মী ও জনতার উদ্দেশ্য হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছসলাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু সহ-সভাপতি সোহরাব হোসেন , ফিরোজ মৃধা,মুনন্নু মুন্সী,মো:শাহিন মুন্সি,দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা,যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান স্বপন,পৌর যুবদলের আহবায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন ও সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর প্রমূখ সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজা হাজার নেতাকর্মী র্যালীতে যোগ দেন।
