দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন নিয়েছেন রফিকুল, দাবি আমজনতা দলের তারেক রহমানের
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেছেন।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকে তাঁর অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানান তারেক রহমান। তিনি বলেন, নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন। কিন্তু হোটেলে কীসের আলোচনা? ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন, সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন। সেজন্য ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন।
তারেক রহমান বলেন, এখন আমি অভিযোগ তুলেছি। ইসির উচিত হবে অভিযোগ খতিয়ে দেখা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছি, তা নয়। রাস্তায় ১০টা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক থাকে আপনি ভালো গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিফুল আমীন হচ্ছে রাজনীতিতে তেমন। এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।
এনসিপিসহ তিন দলের ইসির নিবন্ধন চূড়ান্ত এবং তাঁর দলের বাদ পড়ার খবর পেয়ে গত ৪ নভেম্বর বিকেল থেকে ইসির মূল ফটকের সামনে আমরণ অনশন করছেন তারেক রহমান। আজ বিকেলে তাঁর এই অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হয়। এরই মধ্যে বেশ কয়েকটি দল ও সংগঠনের নেতারা নির্বাচন ভবনের সামনে গিয়ে অনশনের সঙ্গে সংহতি জানিয়েছেন।
