গাজীপুরের তিনটি স্থানে বাসে অগ্নিসংযোগ
গাজীপুরের তিনটি জায়গায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসব বাসের আগুন নেভায়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বুধবার ভোরে নগরীর ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ভোরে গাজীপুরে শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা । আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও গাজীপুরের চক্রবর্তী এলাকার কালিয়াকৈর- নবীনগর মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে মঙ্গলবার দিবাগত রাত ১০টার অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা । অগ্নিকাণ্ডে গাড়ির সিট পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভোগড়া পেয়ারা বাগান এলাকায় আজিমপুর টু গাজীপুর রুটে চলাচলকারী ভিআইপি বাসের আগুনে সিট ও ডেকোরেশন পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শ্রীপুরের বেড়াইদের চলা এলাকায় মিনি বাসের আগুনে পুড়ে ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
