ঠাকুরগাঁওয়ে সাতটি আগ্নেয়াস্ত্র,ভারতীয় জাল রুপিসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার
গত দশমাসে রংপুর রিজিয়ন এর আওতাধীন ব্যাটালিয়ানে কর্মরত বিজিবি সদস্যদের অভিযানে সাতটি আগ্নেয়াস্ত্র ,ভারতীয় জাল রুপিসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে।
বুধবার (১২ নভেম্বর) ঠাকুরগাঁও ব্যাটালিয়ান ৫০ বিজিবি পক্ষ থেকে তাদের নিজস্ব হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক কর্নেল মোঃ তানজীর আহম্মদ।
এ সময় তিনি বলেন, ফেন্সিডিল, মদ ও সিরাপ ৯১ হাজার ৩৪১টি বোতল, ট্যাপেন্টাডল ট্যাবলেট- ও মেটাডক্সিন ট্যাবলেট ১৭ লাখ ১১ হাজার ৯৬৪টি এবং গাজা-হেরোইন ও কোকেন ১৪ হাজার ১৯১ কেজি, ইয়াবা ২৬ হাজার ১১৫ পিচসহ বিভিন্ন নেশা জাতীয় ইঞ্জেকশন ৮৭ হাজার ১০৭টি জব্দ করা হয়।
সাতটি আগ্নেয়াস্ত্রসহ ৩৩ হাজার ১০৬টি গোলাবারুদ, কটেল ও পেট্রোল বোমা ১৩৯টি। গবাদিপশু ২৩৯৬টি। ৬৮০ গ্রাম স্বর্ণ, ১ ভরি রুপা। ভারতীয় শাড়ি, শার্ট, প্যান্ট ১১২৮৫ পিচ, থান কাপড় ১৩৮ গজ। কস্টিপাথর ১৫টি এবং চা-পাতা চিনি ৩৯৩০ কেজী। মোরটসাইকেল ১৯৭টি, মোবাইল ১৩০৭টি, চকলেট বাজি ১২৪৬০ প্যাকেট। ইঞ্জিন চালিত নৌকা ৪টি, ভারতীয় জাল রুপি ১ লাখ ৫ হাজার, কারেন্ট জাল ৭৪৪টি।
এ ছাড়াও মানব প্রাচার, জাল টাকা প্রতিরোধ, সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ,সীমান্তে অপরাধ বন্ধ, বিজিবির সক্ষমতা বৃদ্ধিসহ জনসচেতনা মুলক কার্যক্রম পরিচালনা করছে বলে জানান বিজিবির অধিনায়ক কর্নেল মোঃ তানজীর আহম্মদ।
