তাড়াইলে খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি বন্দের কুবাদিয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি বন্দের কুবাদিয়া খালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ পড়েছিল। লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে এই খবর জানান। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধারের ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
