কিশোরগঞ্জে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেয়ার করুন

কিশোরগঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর কিশোরগঞ্জ জেলা শহরের জেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক, কিশোরগঞ্জ জেলা শাখা।

আলোচনা সভার শুরুতে সুজনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ এর সদ্য প্রয়াত স্ত্রী ডক্টর রওশন জাহানসহ সকল প্রয়াতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

সুজন জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক ও লেখক মু আ লতিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দীন ফারুকী, মো. ফিরোজ উদ্দিন ভূইয়া, আতিয়া হোসেন, সহ-সম্পাদক অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, সাংবাদিক মো. ফারুকুজ্জামান, কোষাধ্যক্ষ প্রদীপ সরকার, নির্বাহী সদস্য শফিক কবীর, অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহজাহান শাজু, জাহানারা ইসলাম, জি এম শফিউল আলম আরজু, শহিদুল ইসলাম খোকন, তরিকুল হাসান শাহীন প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন-সুজন জেলা কমিটি, সদর উপজেলা কমিটিসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


শেয়ার করুন

এই সম্পর্কিত