নিকলীতে যাত্রীবাহী ট্রলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শেয়ার করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদীর ঘাটে বেঁধে রাখা ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী ট্রলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রলারটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নিকলী উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলী উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে নদীর ঘাটে বেঁধে রাখা ছিল যাত্রীবাহী একটি ট্রলার। ট্রলারটির মালিক আবুল কালাম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে দুষ্কৃতিকারীরা ট্রলারটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ট্রলারে আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময় ঘাটের পাশে থাকা আবুল কালামের ছোট ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকা আগুনে আংশিক পুড়ে যায়। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ট্রলার মালিকরা জানান। ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত