বগুড়ায় সেনা ও র্যাবের যৌথ অভিযানে বিপুল মাদকসহ ৩ জন গ্রেফতার
বগুড়ায় সেনাবাহিনী ও র্যাব মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এরা হলো-ওবায়দুল হক(২৫), চয়ন দাস(৩৩) ও আল ইসসান আবির(২৪)। সুইপার কলোনী এলাকায় বুধবার রাতে এই যৌথ অভিযান চালান হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, সেখানে মাদক কেনাবেচার খবর ছিলো। র্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, ওই এলাকায় মাদক কেনাবেচারর বিষয়ে গোয়েন্দা নজরদারী করার পর বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালান হয়। সেখানকার রহিত বাসফোর নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়। মাদক ছাড়াও ১টি বার্মিজ চাকু,৩টি চাপাতি, মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৪৩ হাজার টাকা ৪২০ টাকা উদ্ধার করা হয় বলে র্যাব বগুড়া ক্যাম্প জানিয়েছে। উল্লেখ্য এর আগেও চকসুত্রাপুর সুপার কলোনীতে যৌথবাহিনী কয়েক দফা অভিযান চালয়। র্যাব জানিয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠান হয়েছে।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে-২২১ বোতল মদ, ৪৪ কেজি ১শ’ গ্রাম গাঁজা, ইয়াবা, নগদ টাকা ও ধারাল অস্ত্র। শহরের মাদক ব্যবসার অন্যতম পয়েন্ট হিসাবে পরিচিত চকসুত্রাপুর
