প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে জিতলো বাংলাদেশ
সিলেটে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে এক ইনিংস ও ৪৭ রানে হারিয়েছে বাংলাদেশ। তাদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দিয়েছে ২৫৪ রানে।
ইনিংস ব্যবধানে হারটা অনেকটাই নিশ্চিতই ছিল তৃতীয় দিন শেষে। তবে কয়েকজন ব্যাটসম্যানের কারণে কিছুটা প্রতিরোধ গড়েছিল আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ল সফরকারীরা।
ম্যাচের চতুর্থ দিন শুক্রবার (১৪ নভেম্বর) ৫ উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শুরু করেছিল সফরকারী আয়ারল্যান্ড। প্রথম সেশনে ২ উইকেট হারায় আইরিশরা। এরপর লাঞ্চের পর আরও তিন উইকেট দ্রুত হারায় তারা।
লাঞ্চের পর শুরুতেই ফিরে যান ফিফটি হাঁকানো অ্যান্ডি ম্যাকব্রাইন। রানার বলে হাসান মুরাদকে ক্যাচ দিয়ে ফেরেন ৫২ রান করে ফেরেন তিনি। এরপর ব্যারি ম্যাকার্থির সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন নিল। জর্ডান নিল ৩৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
নিল ফেরার পরের ওভারেই আউট হন ম্যাকার্থি। তাতে ২৫৪ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মুরাদ। ৩ উইকেট নেন তাইজুল এবং ২ উইকেট নেন রানা।
এর আগে প্রথম ইনিংসে ২৮৬ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে। তাতে ৩০১ রানের লিড পেয়েছিল টাইগাররা। সেই রান আর দ্বিতীয় ইনিংসে করতে পারেনি আইরিশরা।
