কুলিয়ারচরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ, কনের মাকে জরিমানা
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। একই সঙ্গে কনের মাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার নয়াকান্দি (পৈলনপুর) এলাকায় ১৩ বছর বয়সের এক কিশোরীর বাল্য বিবাহের আয়োজন চলছিলো। বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। এছাড়া বাল্যবিবাহের আয়োজন করায় কনের মাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকাও নেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন-কুলিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল বাহারসহ পুলিশ সদস্যরা।
কুলিয়ারচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
