চিরনিদ্রায় শায়িত গণ মানুষের নেতা সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার

শেয়ার করুন

চির নিদ্রায় শায়িত বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের গণ মানুষের নেতা সাবেক দুইবারের জাতীয় সংসদ সদস্য, বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান তালুকদার।

বৃহস্পতিবার তিন দফা জানাযা নামাজ শেষে তার মরদেহ তারিকাটা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাযা নামাজে হাজার হাজার মানুষের ঢল নামে।
জানাগেছে, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারের ১৯৪৭ সালে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন তালুকদার। তিনি ১৯ ভাই বোনের মধ্যে নবম ছিলেন। স্কুল জীবন থেকেই তিনি রাজনীতিতে যুক্ত হন। ছাত্র ইউনিয়ন দিয়ে তার রাজনীতির হাতে খড়ি। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে তিনি প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ই তিনি বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেয়। ওই সময় তিনি শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্ধিতা করে মাত্র সাড়ে তিন হাজার ভোটে হেরে যান। শেষ হাসিনা এ আসন ছেড়ে দিলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দেন। এ আসন থেকে তিনি উপ-নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছেন। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি আমতলী-তালতলীকে উন্নয়নের স্রোতধারায় পৌছে দেন। এছাড়াও তিনি বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহবায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। সোমবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার হেলিকপ্টারে তার মরদেহ তালতলী সরকারী হাই স্কুল মাঠে আনা হয়। ওই স্থানে অন্তত দশ হাজার মানুষের উপস্থিতিতে জানাযা হয়। পরে তাকে আমতলী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনা হয়। আমতলী কেন্দ্রিয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাযা হয়। ওই দিন বিকেলে তারিকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাযা নামাজে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুঁজ্জামান খাঁন, কেন্দ্রিয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা, প্রথম যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল হক মাষ্টার, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির ও সদস্য সচিব তুহিন মৃধা উপসিস্থত ছিলেন। এছাড়া তার জানাযার হাজার হাজার মানুষ অংশ নেয়।


শেয়ার করুন

এই সম্পর্কিত