হোসেনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়া মারা গেছেন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আখতারুজ্জামান ভূঁইয়া (৭৮) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম মো. আখতারুজ্জামান ভূঁইয়া (৭৮) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি হোসেনপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি স্থানীয় পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।
রোববার (২৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী গ্রামের উন্মুক্ত স্থানে (ফসলের মাঠ) জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আখতারুজ্জামান ভূঁইয়ার মৃত্যুতে বিএনপিসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
