বিআরটি প্রকল্পের দুর্ভোগ নিরসনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

শেয়ার করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বহুল আলোচিত অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে লেগে থাকা জনদুর্ভোগ নিরসনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। শনিবার সকালে নগরের চান্দনা চৌরাস্তায় এসব কর্মসূচি হয়েছে।
গাজীপুর- ২ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন
আগামী নির্বাচনের গাজীপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ হোসেন আলী। এতে মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আবু সিনা মামুনের সঞ্চালনায় জামায়াত নেতা ডাঃ আমজাদ হোসেন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফারদিন হাসান হাসিবসহ নেতৃবৃন্দ
বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হোসেন আলী বলেন, ব্যয়বহুল বিআরটি প্রকল্পের টাকা হরিলুড করে বিদেশে পাচার করে ফ্যাসিস্ট সরকারের লোকজন দেশ ছেড়ে পালিয়েছে। আর এই প্রকল্প এখন গাজীপুরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মাদক, ছিনতাইকারীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে এই প্রকল্প। বিআরটির সড়কের প্রতিদিনই দুর্ঘটনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে।
অনতিবিলম্বে প্রকল্পের কাজ সম্পন্ন করার দাবি জানান তিনি।


শেয়ার করুন

এই সম্পর্কিত