বগুড়ায় গৃহবধুর লাশ উদ্ধার হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
রোববার রাতে শহরের কৈপাড়া এলাকার এক ভাড়া বাড়ি থেকে আরিফা আকতার (১৯) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার হয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে ঘটনার পর স্থানীয় লোকজন গৃহবধুর স্বামী রিয়াজুল জান্নাত নাফিজকে(২০) আটক করে পুলিশের নিকট সোর্পদ করে। ৩ মাস আগে তারা প্রেম করে পরিবারের অমতে বিয়ে করেছিলেন।
পুলিশ জানায় আরিফার বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়। গ্রেফতারকৃত রাফির বাড়ি গাবতলী উপজেলায়। কৈপাড়া এলাকায় এই নব দম্পত্তি ২/৩ দিন আগে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন।রোববার রাতে গৃহবধু আফিফার মৃত্যৃর বিষয়টি জানতে পারে পুলিশ। রাত ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেঝেতে শোয়ানো অবস্থায় লাশ দেখতে পায়। ফাঁস দিয়ে মৃত্যুর বিষয়টি আসলেও এটি হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন তাকে গৃহবধু আরিফাকে তার স্বামী প্রায়ই যৌতুকের টাকার জন্য নির্যাতন করতেন। ঘটনার আগেও সে পরিবারকে তাকে নির্যাতন থেকে রক্ষার জন্য বলেছিলো। পরিবারের সদস্যরা এসে ঘরে লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন আরিফার স্বামীকে আটক করে। তাকে পুলিশের নিকট সোর্পদ করা হয়। পরিবারের পক্ষ থেকে অরিফাকে হত্যা করা হয়েছে অভিযোগ দাবি করে এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। আরিফার রহস্যজনক মৃত্যুর পর সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ লোকজনকে বুঝিয়ে শান্ত করে। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ করিম জানিয়েছেন মরদেহের গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। সোমবার এব্যপারে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। ময়না তদন্তের পর লাশ গৃহবধূর আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সে নিয়ে তিনি মন্তব্য করেননি পুলিশ। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আইনী ব্যবস্থা গ্রহন কা হবে।
