গাজীপুরে বিআরটি প্রকল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা

শেয়ার করুন

গাজীপুর- এয়ারপোর্ট সড়কের ‘বিআরটি প্রকল্পের ভবিষ্যত সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শহিদ আবু সাঈদ ভবনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোহাম্মদ জয়নাল আবেদীন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মোঃ সামসুল হক।বিশেষ অতিথি হিসেবে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ আরেফিন কাওসার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ সাব্বির মোস্তফা খান এবং মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দিন, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদি, অধ্যাপক মোকসেদ হোসেন ও সাংবাদিক ইকবাল আহমদ সরকার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ অবিলম্বে বিআরটি প্রকল্প চালু করার দাবি জানিয়ে বলেন, আমরা ১২ বছর ধরে এই প্রকল্পের টেকসই উন্নয়নের অপেক্ষায় ছিলাম, ব্যর্থতার জন্য অপেক্ষা করিনি।


শেয়ার করুন

এই সম্পর্কিত