ইমরান খানকে নিয়ে জল্পনা থামছে না! মুখ খুললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কনিষ্ঠ পুত্র
বৃহস্পতিবার পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ইমরান পুরোপুরি সুস্থ রয়েছেন। তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার খবরও সত্য নয় বলে জানানো হয়। তার পরেও অবশ্য ইমরানের শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা থামছে না।
জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান কেমন রয়েছেন, কোথায় রয়েছেন, তা নিয়ে জল্পনা চলছেই। বৃহস্পতিবার পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ইমরান পুরোপুরি সুস্থ। আদিয়ালা জেল থেকে তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার খবরও সত্য নয় বলে জানানো হয়। এই আবহে ইমরানের তিন বোনের অন্যতম নোরিন নিয়াজি সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ইমরান সম্পর্কে কোনও খবরই তাঁদেরকে দেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার জেলে ইমরানের অবস্থা নিয়ে উদ্বেগপ্রকাশ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ইমরানের কনিষ্ঠ পুত্র কাসিম খান। তিনি দাবি করেন, জেলের মধ্যে মৃত্যুকূপ (ডেথ সেল)-এ রাখা হয়েছে ইমরানকে। বাবার সঙ্গে তিনি এবং তাঁর ভাই কোনও যোগাযোগ করতে পারছেন না বলেও জানিয়েছেন কাসিম। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিকে বিষয়টি নিয়ে সরব হওয়ার আর্জি জানিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক ইমরানের পুত্র।
কাসিম সমাজমাধ্যমে লিখেছেন, আমার বাবা ৮৪৫ দিন ধরে জেলে বন্দি। গত ছ’সপ্তাহ ধরে তাঁকে কোনও রকম স্বচ্ছতা ছাড়াই একাকী মৃত্যুকূপে রাখা হয়েছে। আদালত অনুমতি দেওয়ার পরেও তাঁর বোনেদের যেতে দেওয়া হচ্ছে না। ফোন করা যাচ্ছে না, দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি জীবিত রয়েছেন কি না, তা-ও স্পষ্ট নয়।” হুঁশিয়ারির সুরে ইমরান-পুত্র জানিয়েছেন, ইমরানের কিছু হলে তার ফল ভোগ করতে হবে পাক সরকারকে।
ইমরানের বোন নোরিন এএনআই-কে বলেন, “আমাদের কিছু জানানো হচ্ছে না। ওঁর (ইমরান) সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরানের দলের লোকেরা ওখানে (জেলে) গিয়েছিলেন, কারণ একটা বৈঠক হওয়ার কথা ছিল। তাঁদেরও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। চার সপ্তাহ ধরে আমাদের ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আমি শুনলাম যে ভারতে খবর ছড়াচ্ছে যে, ইমরানকে মেরে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলে গিয়েছিলেন ইমরানের দল পিটিআই-এর নেতা তথা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তাঁকেও ঢুকতে দেওয়া হয়নি। পিটিআই সমর্থকেরা আদিয়ালা জেলের পাঁচিলে চড়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন, এমন ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে। বৃহস্পতিবার কিছু ভারতীয় টিভি চ্যানেলে ইমরানের আর এক বোন আলিমা খানের সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। আলিমা জানান, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও গত চার-পাঁচ সপ্তাহ ধরে পরিবারের কেউ ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি। আদালতের নির্দেশ ছিল, প্রতি মঙ্গলবার ইমরানের আইনজীবীরা ও তাঁর পরিবার-পরিজন জেলে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু নভেম্বর মাসে এক বারও তাঁরা সেই সুযোগ পাননি।
একাধিক মামলায় অভিযুক্ত ইমরান ২০২৩ সাল থেকে জেলবন্দি। চলতি বছরের গোড়ায় আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাঁকে ১৪ বছর জেলের সাজা দিয়েছে আদালত। সাজা হয়েছে তাঁর স্ত্রী বুশরা বিবিরও। গত সেপ্টেম্বরে সমাজমাধ্যমে ইমরান অভিযোগ করেছিলেন, তাঁর এবং বুশরার উপর জেলের অন্দরে সেনাপ্রধান মুনিরের নির্দেশে মানসিক অত্যাচার চালানো হচ্ছে! তার পরেই সাক্ষাৎ নিয়ে কড়াকড়ি শুরু হয়েছিল আদিয়ালা জেলে।
