জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ও ১০ম কাউন্সিলের বৈধতা বিষয়ে হাইকোর্টের রুল
জাতীয় পার্টির দীর্ঘদিনের দাবি ও ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে লাঙ্গল প্রতীক এবং চলতি বছরের ৯ আগস্ট গুলশানের ইমানুয়েল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০ম কাউন্সিলের বৈধতা বিষয়ে অবশেষে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন মহামান্য হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফয়েজ আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ নির্বাচন কমিশনকে রুল জারি করে জানতে চেয়েছেন- কেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির কাউন্সিলকে বৈধতা দেওয়া হবে না? এবং কেন তাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হবে না- তাও ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে।
জাতীয় পার্টির পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জিয়াউল করিম খান।মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “আমরা সম্পূর্ণ নিয়ম-নীতি ও গঠনতন্ত্র অনুসরণ করে কাউন্সিল সম্পন্ন করেছি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও নির্বাচন কমিশন লাঙ্গল প্রতীক বরাদ্দ না দেওয়ায়, ন্যায়বিচারের স্বার্থে আমরা হাইকোর্টে আশ্রয় নেই। মহামান্য হাইকোর্ট আমাদের দাবিকে গুরুত্ব দিয়ে রুল জারি করেছেন।
এই রুল জারি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়-এটি ন্যায়, বৈধতা এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জাতীয় পার্টির দৃঢ় অঙ্গীকারের প্রতীক।”
লাঙ্গল হাওলাদার আরও বলেন,“দেশের জনগণ জানেন, লাঙ্গল শুধু একটি প্রতীক নয়; এটি বাংলাদেশের সাধারণ মানুষের আস্থা, শ্রমজীবী মানুষের স্বপ্ন এবং গণতান্ত্রিক রাজনীতির অপরিহার্য অংশ। আমরা বিশ্বাস করি, সত্য ও আইন একদিনই নিজ পথ খুঁজে নেবে। জাতীয় পার্টির বৈধ নেতৃত্ব, বৈধ কাউন্সিল এবং ঐতিহ্যবাহী লাঙ্গল প্রতীক আবারও স্বীকৃতি পাবে-জনগণের শক্তি ও আদালতের ন্যায়বিচারের মাধ্যমে।”
