পাকুন্দিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীসহ আটক ২

শেয়ার করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী ভিটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার (৩৮) উপজেলার সালুয়াদী ভিটিপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার সালুয়াদী ভিটিপাড়া গ্রামের লিটন মিয়ার বাড়িতে উপস্থিত হয় পুলিশ। এই সময় বসতঘর থেকে জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তার গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ দুইজনকে আটক করা হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত