কিশোরগঞ্জে মানব পাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা
কিশোরগঞ্জে জেলা পর্যায়ের ইমামদের অংশগ্রহণে নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও মানব পাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এই আলোচনা সভার আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়।
ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মামুন অর রশিদ।
ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের হিসাব রক্ষক মো. শফিকুল আলম সারওয়ারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা সাবিহা সুলতানা। এতে প্রধান আলোচক ছিলেন ফিল্ড অফিসার ডক্টর মাওলানা মো. কামরুল হাসান।
আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
