কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

শেয়ার করুন

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনে বিএনপির প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চৌরাস্তার চারদিকে যানজটের সৃষ্টি হয়।

এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন মনোনয়ন বঞ্চিত বিএনপির পাঁচ নেতার অনুসারীরা। বঞ্চিত পাঁচ প্রার্থী হচ্ছেন-সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নির্যাতিত প্রকৃত ত্যাগী নেতাদের মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। যে প্রার্থীকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে তাতে করে আসনটি ঝুঁকিপূর্ণ হয়েছে। তাই অবিলম্বে প্রার্থী পরিবর্তন না করা হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।


শেয়ার করুন

এই সম্পর্কিত