সাংবাদিক আনিস আলমগীরকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে
সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর মিন্টোরোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আজ রোববার রাত ৮টার দিকে তাকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে নিয়ে আসা হয়।
রাত ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আনিস আলমগীরের নামে কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু আজকে তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাকে গ্রেপ্তার করা হবে কিনা এখন সিদ্ধান্ত হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের পরই গ্রেপ্তারের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
আনিস আলমীগরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি জানিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাদের কেউ কেউ আনিস আলমগীরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন, ডিবি প্রধান কথা বলবেন জানিয়ে তাকে ওই ব্যায়ামাগার থেকে গোয়েন্দার একটি টিম নিয়ে আসে।
