সুদানে নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের পাকুন্দিয়ার গ্রামের বাড়িতে শোকের ছায়া
সুদানের আবেই শহরে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আটজন। নিহতদের মধ্যে জাহাঙ্গীর আলমের (৩০) বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে। তার মৃত্যুতে পরিবার ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে আকন্দ বাড়ির হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেসওয়েটার পদে কর্মরত ছিলেন। গত ৭ নভেম্বর স্ত্রী আর তিন বছরের একমাত্র ছেলে ইরফানকে রেখে দেশ ছেড়ে শান্তিরক্ষা মিশনে যান তিনি।
নিহত জাহাঙ্গীর আলমের বাবা হযরত আলী জানান, এক মাস আগে আমার ছেলে জাহাঙ্গীর আলম মিশনে গেছে। সে যাওয়ার সময় বলেছে তার ছেলেকে দেখে শুনে রাখতে। আর অসুস্থ থাকায় আমাকে বলেছে কাজ কাম কম করতে। সে দেশে এসে আমাকে টাকা দিবে এবং যাওয়া সময়ও সে টাকা দিয়ে গেছে। এখন আর ছেলে জাহাঙ্গীর নেই।
এই বিষয়ে পাকুন্দিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাস জানান, জাহাঙ্গীর আলমের মৃত্যুর ঘটনা শোনার পরই পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছি। এই ব্যাপারে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
