কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শেয়ার করুন

কিশোরগঞ্জে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কিশোরগঞ্জ পুলিশ লাইন্স এর ড্রিল শেডে এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, এদিন সকালে কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।

এই সময় উপস্থিত ছিলেন-জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


শেয়ার করুন

এই সম্পর্কিত