দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন

দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন। এদিন বিকেএমইএ’র উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশের কাছে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন; তিনি আসলে কি ধরণের নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো প্রার্থী কেন নির্বাচন করবেন না; এটা তার ব্যক্তিগত ইচ্ছা। এখন কে নির্বাচন করবে না, কেন করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের বলার কিছু নাই। তিনি বলেন, নিরাপত্তা একটা বড় ধরণের শব্দ। যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখানে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত আছেন। এমন পরিবেশে যদি কেউ বলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয়। কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে কোনো উদ্বেগের কারণ নেই।

সম্প্রতি গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাইযোদ্ধা ওসমান হাদি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। তিনি একজন জুলাই যোদ্ধার পাশাপাশি দেশের জন্য তার কন্ট্রিভিউশন রয়েছে।

অনুষ্ঠানে তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বিকেএমইএ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত