গাজীপুর এটিআইতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি
গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) শিক্ষার্থীরা আট দফা দাবিতে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। গত রাত থেকে চলা এই আন্দোলনে আজও তারা ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এতে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা বিছানা পেতে অবস্থান করতে থাকলে সকালে এক পর্যায়ে কর্তৃপক্ষ এসে সেখান থেকে তাদের উঠিয়ে দেয়। এ সময় হট্টগোল লেগে যায়। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি উত্থাপন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষার মানোন্নয়ন, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, আধুনিক ও যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন এবং সরকারি চাকরিতে ন্যায্য মর্যাদা নিশ্চিত করা।
