পাকুন্দিয়ার গ্রামের বাড়িতে সেনা সদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন
সুদানের আবেই শহরে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে নিহত সেনা সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের লাশ নিজ গ্রামের বাড়িতে আনার পর দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের নিজ বাড়ির সামনে তার লাশের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন-সেনাবাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লিরা।
এর আগে, এদিন বিকেল সোয়া ৪টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে সেনা সদস্য শহীদ জাহাঙ্গীর আলমের লাশ পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে অবতরণ করে। পরে সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে লাশ তার নিজ বাড়ি উপজেলার তারাকান্দি গ্রামে নেওয়া হয়।
উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে আকন্দ বাড়ির হযরত আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩০)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেসওয়েটার পদে কর্মরত ছিলেন। গত ৭ নভেম্বর স্ত্রী আর তিন বছরের একমাত্র ছেলে ইরফানকে রেখে দেশ ছেড়ে শান্তিরক্ষা মিশনে যান তিনি। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই শহরে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসীদের আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আট জন।
