ইটনায় মুরগি কিনতে গিয়ে কিলঘুষিতে বৃদ্ধ নিহত

শেয়ার করুন

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় মুরগি কিনতে গিয়ে কিলঘুষিতে আইয়ুব আলী (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী (৬৮) উপজেলার আলগাপাড়া বড়হাটি গ্রামের এয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামের আফজাল মিয়ার খামারে কমদামে মুরগি বিক্রি করা হবে মর্মে মাইকিং করা হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই মুরগি কিনতে খামারে লোকজন ভিড় করেন। তখন লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মধ্যগ্রাম নয়াবাড়ি গ্রামের মুজিবুর মিয়ার সঙ্গে আইয়ুব আলীর তর্কাতর্কি হয়। একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলে সাব্বিরসহ কয়েকজন মিলে আইয়ুব আলীকে কিলঘুষি মেরে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান,‎ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত