তারেক রহমানের কোটি মানুষের সংবর্ধনা সমাবেশের জন্য গাজীপুর বিএনপি প্রস্তুত : রনি

শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও কোটি মানুষের সংবর্ধনা সমাবেশের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে গাজীপুর মহানগর বিএনপি। মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হতে ও সফল করতে সেখানে গাজীপুর থেকে সর্বোচ্চ সংখ্যক জমায়েত করতে চায় গাজীপুর মহানগর বিএনপি। নির্বাচনী আচরণবিধির দিকে খেয়াল রেখে নগরের প্রত্যেকটি ওয়ার্ড থেকে অত্যন্ত সুশৃংখল ভাবে ও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অংশ নিতে নগরের প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি। তারেক রহমানের আগমন উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে টঙ্গীতে অনুষ্ঠিত গাজীপুর মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনজুরুল করিম রনি বলেন, পতিত সরকারের আমলে আমরা অত্যাচার নির্যাতন সহ্য করে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে ছিলাম। তাই নেতার আগমনকে স্বাগত জানাতে আমরা যত কষ্টই হউক শৃঙ্খলার মধ্যে থেকে অনুষ্ঠানকে সফল করে তোলবো ইনশাল্লাহ। গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সংবর্ধনাস্থল পরিদর্শন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশা করছি, ২৫ ডিসেম্বর আরেকটি ইতিহাস রচিত হবে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ডঃ মোহাম্মদ শহীদুজ্জামান,
আহমেদ আলী রুশদী, এডভোকেট মেহেদী হাসান এলিস, এডভোকেট আব্দুস সালাম, শামীম, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ, মাহবুবুল আলম শুক্কুর, হাসান আজমল ভূইয়া, সাইফুল ইসলাম টুটুল, সরকার জাবেদ আহমেদ সুমন, গাজী সালাউদ্দিন। মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ গাজীপুর মহানগরের বিভিন্ন থানা টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত