কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী ফজলুর রহমানের মনোনয়ন পত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম এর নিকট মনোনয়ন পত্রটি জমা দেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন-বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখাসহ দলীয় নেতারা।
