ইটনায় অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু অয়নের মৃত্যুৎ

Oplus_131072
শেয়ার করুন

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু অয়ন (১২) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অয়ন (১২) ইটনা উপজেলার ডুইয়ারপাড় গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে একটি মুদি দোকানে আগুন লাগে। আগুনে মালামালসহ দোকানটি পুড়ে যায়। এই সময় দোকানের ভিতরে থাকা শিশু কর্মচারী অয়ন (১২) আগুনে দগ্ধ হয়। আগুনে পাশের একটি মোবাইল সার্ভিসিং দোকান এবং একটি কম্পিউটার দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ অয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অয়নের মামা মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত