কিশোরগঞ্জে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান, কার্যক্রম বন্ধ

শেয়ার করুন

কিশোরগঞ্জের নিকলী ও কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কুর্শা ও কটিয়াদী উপজেলার করগাও এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

এই সময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, র‍্যাব-১৪ এর সদস্যরা ও পুলিশ সদস্যরাসহ আনসার সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কুর্শা ও কটিয়াদী উপজেলার করগাও এলাকায় ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় নিকলী উপজেলার কুর্শা এলাকায় অবস্থিত মেসার্স কামাল ব্রিকস ও মেসার্স আলতাফ ব্রিকস এবং কটিয়াদী উপজেলার করগাও এলাকায় অবস্থিত মেসার্স শাপলা ব্রিকস নামীয় ইটভাটাগুলোতে ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করার সত্যতা পাওয়া যায়। পরে ইটভাটাগুলোর চিমনী ও কিলন ভেঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। এছাড়াও অবৈধ ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত