জনসমুদ্রে খালেদা জিয়ার অভিস্মরণীয় বিদায়

শেয়ার করুন

প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে—এটাই আল্লাহর চিরন্তন বিধান। ক্ষমতা, অবস্থান, জনপ্রিয়তা কিংবা বিরোধ—কোনো কিছুই এই সত্যের বাইরে নয়। আজ বেগম খালেদা জিয়ার জানাজায় যে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেল, তা আমাদের এই সত্যটিকেই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

আজ এখানে মানুষ জড়ো হয়েছিল একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন মুসলমান নারী হিসেবে তাকে বিদায় জানাতে। জানাজা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়; জানাজা হলো দোয়ার ময়দান। সেখানে কোনো হিসাব চাওয়ার সুযোগ নেই, আছে শুধু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। মানুষ আজ সেই দায়িত্বই পালন করেছে।

এই পৃথিবীতে আল্লাহ যাকে যত বড় দায়িত্ব দেন, তার হিসাবও তত ভারী। বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। ভুল–শুদ্ধ, সফলতা–ব্যর্থতা—সবকিছুই এখন আল্লাহর আদালতের বিষয়। মানুষের কাজ আজ বিচার করা নয়; মানুষের কাজ দোয়া করা। জানাজায় দাঁড়িয়ে মানুষ সেই কাজটিই করেছে—নীরবে, সম্মানের সঙ্গে।

আজকের এই বিশাল জানাজা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের ভালোবাসা শেষ পর্যন্ত দুনিয়াতেই সীমাবদ্ধ। প্রকৃত সফলতা হলো আল্লাহর রহমত পাওয়া। রাসুলুল্লাহ (স:) বলেছেন, কোনো মুসলমানের জানাজায় যদি অনেক মানুষ শরিক হয়ে তার জন্য দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। এই দৃষ্টিকোণ থেকে আজকের এই সমাগম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এখানে কেউ ক্ষমতার হিসাব করতে আসেনি, কেউ প্রতিহিংসা নিয়ে দাঁড়ায়নি। সবাই দাঁড়িয়েছে কিবলামুখী হয়ে, হাত বাঁধা অবস্থায়, নিজের মৃত্যুর কথাও মনে রেখে। কারণ জানাজা কেবল মৃতের জন্য নয়; জীবিতদের জন্যও এক নীরব নসিহত।

আজ তারেক রহমানকেও মানুষ দেখেছে, কিন্তু তাকিয়ে দেখেছে এক ভিন্ন দৃষ্টিতে—ক্ষমতার উত্তরাধিকার হিসেবে নয়, বরং দায়িত্ব ও আমানতের ভার বহনকারী একজন মানুষ হিসেবে। কারণ ইসলাম আমাদের শেখায়, নেতৃত্ব আমানত; আর আমানত সম্পর্কে কেয়ামতের দিন প্রশ্ন করা হবে।

বেগম খালেদা জিয়ার দুনিয়ার সফর এখানেই শেষ। এখন আর কোনো বক্তৃতা নেই, কোনো আত্মপক্ষ সমর্থন নেই। আছে শুধু আমল, আর আল্লাহর অসীম দয়া। আমরা আশা করি, আল্লাহ তার ভুলত্রুটি ক্ষমা করবেন, কবরকে শান্তিময় করবেন, এবং জান্নাতুল ফেরদৌস নসিব করবেন।
আজকের এই জানাজা আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়—আমরা সবাই পথের যাত্রী। আজ যিনি বিদায় নিচ্ছেন, কাল আমাদেরও সেই কাতারে দাঁড়াতে হবে। তাই বিদায়ের এই মুহূর্তে সবচেয়ে বড় কথা একটাই- হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করুন। আমিন।

মো: হাফিজ- আল-আসাদ,রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক।


শেয়ার করুন

এই সম্পর্কিত