রাজনীতিতে খালেদা জিয়ার রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে : জাতীয় পার্টি

শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার।

মঙ্গলবার (৩০ডিসেম্বর ) শোক বার্তায়,জাতীয় পার্টির নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমার পুত্র তারেক রহমান সহ শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন,
বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির আপসহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।
রাজনীতির যে সাহসী শিক্ষা ও আদর্শ তিনি আমাদের দিয়ে গেছেন, তা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশের জন্য তাঁর ত্যাগ ও আত্মনিবেদন জাতি চিরদিন স্মরণে রাখবে।

আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর সংগ্রামী জীবনকে স্মরণ করি এবং অঙ্গীকার করি যে,দেশ ও জনগণের স্বার্থে তাঁর আদর্শ ও আত্মত্যাগকে বাঁচিয়ে রাখবে, প্রজন্ম থেকে প্রজন্মে।

অপরদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল ইসলাম জহির ও মোস্তফা আল মাহমুদ ।

জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার চলে যাওয়া জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

আমরা এ মুহূর্তে মরহমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


শেয়ার করুন

এই সম্পর্কিত