পাকুন্দিয়ায় আ.লীগ নেতা মোতায়েম হোসেন স্বপন গ্রেফতার

শেয়ার করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. মোতায়েম হোসেন স্বপনকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে পাকুন্দিয়া পৌরসভার চর পাকুন্দিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মোতায়েম হোসেন স্বপন (৬৫) পাকুন্দিয়া পৌরসভার চর পাকুন্দিয়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক চান্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৭ আগস্ট পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের তালতলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় বিএনপি কর্মী শামীম মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে পাকুন্দিয়া পৌরসভার চর পাকুন্দিয়া এলাকার নিজ বাড়ি থেকে মোতায়েম হোসেন স্বপনকে গ্রেফতার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর মামলার আসামি মোতায়েম হোসেন স্বপনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত