বগুড়ায় যাচাইবাছাই, মাহমুদুর রহমান মান্নাসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে শুক্রবার বগুড়া -২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমদুর রহমান মান্নাসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলার ৭টি আসনের মধ্যে বাছাইয়ের প্রথম দিনে ৩টি আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। আজ দ্বিতীয় দিনে অন্য ৪ টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে।
বগুড়া জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোঃ তৌফিকুর রহমানের কার্যালয়ে এই বাছাইকালে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাছাইয়ের প্রথম দিনে বগুড়া ১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই হয়। রির্টানিং অফিসার জানান বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশার মনোনয়ন বাতিল হয়েছে।
বগুড়া ২ আসনে নাগিরক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক এমপি জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ, গন অধিকার পরিষদের মোঃ সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়ন বাতিল হয় বলে তিনি জানান।
এছাড়া বগুড়া-৩ (আদমদিঘিী-দুপচাঁচিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাজাহান আলী তালুকদারের মনোনয়ন বাতিল হয়। হলফ নামায় তথ্য গোপন, তথ্যে গরমিলসহ বিভিন্ন অসঙ্গতির কারণে এই মনোনয়নপত্র বাতিল হয় বলে রিটানিং অফিসারের কার্যালয় জানান। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন বলে রিটানিং অফিসারের কার্যালয় জানিয়েছে। যাচাই বাছাই হওয়া ৩টি আসনে মোট ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন বলে নির্বাচন অফিস জানিয়েছে।
