সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরামের শোকসভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নবম বিসিএস ফোরাম শুক্রবার অফিসার্স ক্লাব ঢাকায় এক শোকসভার আয়োজন করে।
শোকসভায় অন্যান্যের মধ্যে নবম বিসিএস ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, মহাসচিব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব সিনিয়র সচিব মোঃ সামসুল আলম বক্তৃতা করেন।

বক্তাগণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তাঁর কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
