আমতলীর গোজখালী বাজারে আগুনে পুড়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে আগুনে পুড়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়ে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। ঘটনা ঘটেছে বুধবার দিবাগত গভীর রাতে।
জানাগেছে, উপজেলার গোজখালী বাজারে বুধবার দিবাগত গভীর রাতে ইদ্রিস মোল্লার ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে দের ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তৎক্ষণে ওই আগুনের লেলিহান শিখায় আবু তাহের ও যুগল চন্দ্রের ফার্মেসী, মোশারফ সিকদারের লাইব্রেরী, ইদ্রিস মোল্লা ও খোকন হাওলাদারের মুদিমনোহরদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।
ব্যবসায়ী খোকন হাওলাদার বলেন, মোর সব শ্যাস অইয়্যা গ্যাছে। মুই ক্যামনে সোংসার চালামু কইতে পারিনা। আল্লাহ মোরে এইরহম বিপদ ক্যানো দেলে।
প্রত্যক্ষদর্শী ঘর মালিক মোশারফ হোসেন মোল্লা বলেন, আবু তাহের ও মোশারফ সিকদার আমার ঘরে ব্যবসা করেন। তাদের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ হানিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেয়া হবে।
