পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন বড় আজলদীর ফসলি জমির খোলা মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় বড় আজলদী যুব সমাজ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
স্থানীয় সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমিন কাজীর সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি ওয়াসিমুল বারী ওয়াসিমের সঞ্চালনায় এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্থানীয় চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শামছুদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন, সুখিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম শামীম প্রমুখ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন মিয়া।
দীর্ঘদিন পর ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে কয়েক হাজার দর্শক উপস্থিত হন। বিশেষ করে ঘোড়া দৌড় উপভোগ করতে নারী, শিশু ও বৃদ্ধরাও সেখানে উপস্থিত হন।
