বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে ঢাকাস্থ বরগুনা সমিতির শোক
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমতলী উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব,বীর মুক্তি যোদ্ধা এডভোকেট গাজী আনোয়ার হোসেন আজ ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বরগুনা জেলা সমিতি, ঢাকার কার্যকরি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক লায়ন মোঃ ফারুক রহমান। নেতৃদ্বয় এক শোকবার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুক্তি যুদ্ধ কালিন সময়ে গৌরব উজ্জ্বল ভুমিকা রাখেন এবং তার সহায়তায় পটুয়াখালী হানাদার মুক্ত হয়েছিল। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আনোয়ার হোসেন বরগুনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন এবং বরগুনা জেলা সমিতির বিগত কার্যকরি কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন। মরহুমের মৃত্যুতে বরগুনা জেলাবাসী নিবেদিত প্রান সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাকে হারালো। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন
