কিশোরগঞ্জ-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রেজাউল করিম খান চুন্নু

শেয়ার করুন

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনের স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী বিএনপি) সাবেক স্পেশাল জজ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, গত রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়।

যাচাই-বাছাই কার্যক্রমের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা। এই সময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, সহকারী রিটার্নিং অফিসার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, মনোনয়ন দাখিলকারী প্রার্থী, তার প্রস্তাবকারী ও সমর্থকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

যাচাই-বাছাইয়ের সময় কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নু এর মনোনয়ন পত্র বাতিল করা হয়। মনোনয়ন পত্র বাতিল এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নু নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পান।


শেয়ার করুন

এই সম্পর্কিত