তারেক রহমানকে বরণ করতে বগুড়াবাসীর অধীর অপেক্ষা

বাংলাদশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান
শেয়ার করুন

তারেক রহমানকে বরণ করতে বগুড়াবাসীর অপেক্ষা। কবে আসবে তারেক রহমান এ প্রশ্ন সর্বত্র। তবে উত্তর কারো কাছেই নেই। বগুড়াসহ উত্তরাঞ্চলের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ধৈর্য্যহারা হয়ে পড়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে বগুড়াবাসী অপেক্ষার পালা যেন শেষ হচ্ছে না। তারেক রহমানের বগুড়ার আসার কথা শুনে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ তার সফর কর্মগোটা জেলা এমনকি উত্তরের জেলা গুলোতে তার এই সফর নিয়ে নেতাকর্মীদের মধ্যে যেমন আনন্দ উচ্ছ্বাস, তেমনি সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রতে পৌঁছেছে। আর তার এই আগমন ঘিরে বগুড়ায় স্বভাবতই সাধারণের মধ্যে আবেগ অনেক বেশি। কারণ বগুড়ার সন্তান আবার ফিরছেন নিজভূমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভুমি বগুড়াতে ছেলে তারেক রহমানের আবার ফিরে আসা নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে শুধু একজন রাজনৈতিক নেতার সফর নয়, আপনজনকে আবার ফিরে পাওয়ার উদগ্রতা ও নির্মল ভালোবাসা। যা জেলার সব শ্রেনীর মানুষকে স্পর্শ করছে, উদ্বেলিত করছে নেতা কর্মীদের।

বিএনপি চেয়ারপারসন বগুড়ার পুত্রবধু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের এই সফরে বর্ণাঢ্য আয়োজন না থাকলেও নিজ জেলায় আসার কথা শহর থেকে গ্রাম- প্রত্যন্ত অঞ্চলে মানুষের মুখে মুখে।

তারেক রহমান সর্বশেষ বগুড়া এসেছিলেন ২০০৬ সালের ডিসেম্বরে। এরপর আর তিনি বগুড়ায় আসেননি। প্রায় ১৯ বছর পর তিনি পিতৃভুমি বগুড়াতে আসবেন। আর উত্তরের এই সফর ঢাকার বাইরে দলের শীর্ষ নেতা হিসাবে তার প্রথম সফর। এই সফরে তিনি বগুড়, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল। সফর শেষে ফেরার পথে বগুড়ার গাবতলি পিতৃভুমিতে আসার কথা ছিল।

হঠাৎ সফর সূচি বাতিল হওয়ায় বগুড়াবাসী ভেঙ্গে পড়েছেন। যদিও দেশের বাইরে থাকার সময়েও বগুড়ার নেতাকর্মীদের সঙ্গে র্ভাচ্যুয়ালি সংযোগ ছিলো। তবে সরাসরি নেতাকর্মীকে সামনে থেকে দেখা হাতে হাত মিলানোর আনন্দই আলাদা। তারেক রহমানকে এক নজর দেখার ব্যাকুলতা এখন তুঙ্গে। সবখানেই অদৃশ্য সাজসাজ রব। বগুড়া সফর নিয়ে বেশ কিছু দিন ধরে বগুড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বৈঠক চলছে। নেতাকর্মী ও সর্মথকদের ব্যস্ততা, প্রিয় নেতার প্রতি ভালোবাসা জানাতে।

বগুড়াবাসী সবসময় বিএনপি’র পাশে ছিলো আগামীতেও থাকবে। তারেক রহমান বগুড়ায় যখনই আসুক নেতাকর্মী সব সময়ই প্রস্তুত তাকে স্বাগত জানাতে। বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন জানান, তারেক রহমান শুধু বগুড়ার অহংকার নন, গোটা দেশের নিবেদিত প্রান। প্রিয় নেত্রীর বিদায়ে সাধরণ মনুষের হৃদয় ব্যাথিত। এর পরেও প্রিয় নেতার আগমনে সবাই উদগ্রীব। দীর্ঘ ১৯ বছর পর তিনি বগুড়ায় ফিরবেন। তবে হঠাৎ তার সফর সূচি বাতিল হওয়ায় নেতাকর্মীরা ভেঙ্গে পড়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত