কটিয়াদীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের দাফন

শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন (৭৯) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার বালিরারপাড় গ্রামে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এছাড়াও এইদিন সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন (৭৯) রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে উপজেলা প্রশাসন। এই সময় উপস্থিত ছিলেন-কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ, কটিয়াদীর বাট্টা হাওর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শরিফুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরও আগে গত সোমবার (১২ জানুয়ারি) বেলা ২টা ৩০মিনিটের দিকে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন (৭৯) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উচ্চমান সহকারী পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত