হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কিশোর কুমার গুপ্তকে সৎকার

শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকার বীর মুক্তিযোদ্ধা কিশোর কুমার গুপ্ত (৯৭) মারা গেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের শশ্মানে তার মরদেহ সৎকার করা হয়।

এর আগে উপজেলার শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা কিশোর কুমার গুপ্তকে (৯৭) রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে উপজেলা প্রশাসন। এই সময় উপস্থিত ছিলেন-হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মুঞ্জুরুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের অমল চন্দ্র দেব জগাইসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরও আগে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা ২০মিনিটের দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত বীর মুক্তিযোদ্ধা কিশোর কুমার গুপ্ত (৯৭) উপজেলা ফুটবল রেফারি সমিতির সাবেক সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক উপদেষ্টা ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠকগণ ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত