হাসনাতের প্রার্থীতা বৈধ ঘোষণা, মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে দায়ের করা আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে হাসনাতের প্রার্থীতা বহাল থাকছে।

আজ শনিবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

এর আগে, হাসনাতের প্রার্থীতা বাতিল চেয়ে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এ আবেদন করেন।

অপরদিকে, ঋণখেলাপির দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলটি দায়ের করেছিলেন হাসনাত।

কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। অপরদিকে বিএনপির প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।


শেয়ার করুন

এই সম্পর্কিত