ইটনায় সরকারি চাল বিতরণে অনিয়ম করায় ইউপি সদস্য সোহেল গ্রেফতার

শেয়ার করুন

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় সরকারি ভিজিডি/ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়ম করায় মো. সোহেল মিয়া নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গ্রেফতারের পর তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া মো. সোহেল মিয়া উপজেলার জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের জয়সিদ্ধি বাজার সংলগ্ন নদীর তীরে উপকারভোগীদের মধ্যে সরকারি ভিজিডি/ভিডব্লিউবি চাল বিতরণ কার্যক্রম চলছিলো। এই সময় প্রত্যেক উপকারভোগীর জন্য (তিন মাস) ৯০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও ৮০ কেজি করে চাল বিতরণ করার অভিযোগ উঠে। পরে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ইটনা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সায়াম মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনী সদস্যরা সেখানে গিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে অতিরিক্ত মজুত রাখা চাল উদ্ধার করা হয় এবং সোহেল মিয়াসহ চারজন ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় ও চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য মো. সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটক অন্যদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বাদী হয়ে ইটনা থানায় মামলা দায়ের করেন।

এই বিষয়ে ইটনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত জানান, ১৮ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ কেজি করে চাল কম দেওয়ার বিষযটি প্রমাণ পাওয়া গেছে। আর তাই ইউপি সদস্য মো. সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার হওয়া আসামি সোহেল মিয়াকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

এই সম্পর্কিত