পটুয়াখালী-৩ ভিপি নুরের ট্রাক স্বতন্ত্র মামুনের ঘোড়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পেয়েছেন দলীয় প্রতীক ‘ট্রাক’। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন লড়বেন ‘ঘোড়া’ প্রতীক নিয়ে।
বুধবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসার ডা. মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে এসব প্রতীক তুলে দেন।
পটুয়াখালী-৩ আসনে এবারের লড়াইয়ে মূল আলোচনায় থাকা চার প্রার্থীর প্রতীক নিচে দেওয়া হলো: নুরুল হক নুর (ভিপি নুর): ট্রাক (গণঅধিকার পরিষদ ও বিএনপি সমর্থিত)
হাসান মামুন: ঘোড়া (স্বতন্ত্র)অধ্যাপক মু. শাহ আলম: দাঁড়িপাল্লা (জামায়াতে ইসলামী ও ১০-দলীয় জোট)
মুফতি আবু বকর সিদ্দিক: হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
প্রতীক বরাদ্দের সময় পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম এবং জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ডা. মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী প্রার্থীদের উদ্দেশে বলেন, “আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কোনো কাজ বা উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে হবে।”
ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি ভিন্ন ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।
গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০ এবং নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৪৮ জন। ১২৪টি ভোট কেন্দ্রের মধ্যে গলাচিপায় ৮০টি এবং দশমিনায় ৪৪টি কেন্দ্র রয়েছে।
